মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা:
কক্সবাজার ১৭ বিজিবি’র মরিচ্যা যৌথ চেকপোষ্ট এবং পালংখালী বিওপি কর্তৃক পৃথক পৃথক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১জন আসামীসহ ২,৯৩০ পিস ইয়াবা এবং বার্মিজ উন্নতমানের ৬শত প্যাকেট সিগারেট আটক করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, মরিচ্যা যৌথ চেকপোষ্টের হাবিলদার মোঃ আল হেলাল-এর নেতৃত্বে ৩ সেপ্টেম্বর আনুমানিক রাত সাড়ে ৮টায় নিয়মিত তল্লাশীর প্রাক্কালে চেক পোষ্ট অতিক্রমকারী টেকনাফ হতে কক্সবাজারগামী যাত্রীবাহি বাস তল্লাশী করে আব্দুল শুকুর (৩২) পিতা- মৃত আবু বক্কর, গ্রাম-হ্নীলা দরগাঁ পাড়া, পোষ্ট- হ্নীলা পুরাতন বাজার, থানা- টেকনাফ ও জেলা- কক্সবাজারকে ৯৩০ পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।
অপর অভিযানে মরিচ্যা যৌথ চেকপোষ্ট কমান্ডার নায়েব সুবেদার মোল্লা ফেরদৌস আলম-এর নেতৃত্বে ৪ সেপ্টেম্বর সকাল ৯টায় চেক পোষ্ট অতিক্রমকারী টেকনাফ হতে কক্সবাজারগামী যাত্রীবাহি বাস তল্লাশী করে পরিত্যক্ত অবস্থায় ২ হাজার পিস ইয়াবা আটক করতে সক্ষম হয়।
আটককৃত ইয়াবার মোট মূল্য ৮লক্ষ ৭৯ হাজার টাকা।
অপরদিকে পালংখালী বিওপি’র কমান্ডার নায়েব সুবেদার মোঃ জহিরুল হক-এর নেতৃত্বে ৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১২টায় রহমতের বিল এলাকায় অভিযান চালিয়ে বার্মিজ উন্নত মানের (ঢওঘ-ঢওঘএ) ৬শত প্যাকেট সিগারেট আটক করতে সক্ষম হয়। আটকৃত সিগারেটের মূল্য ৬০ হাজার টাকা বলে জানা যায়।
১৭ বিজিবি’র পক্ষে উপ অধিনায়ক ইমরান উল্লাহ সরকার এ প্রতিবেদককে জানান, ইয়াবাসহ আটককৃত আসামীকে নিকটস্থ রামু থানায় সোপর্দ করা হয়েছে ও আসামীবিহীন আটককৃত ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রেখে স্থানীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে এবং আটককৃত সিগারেট নিকটস্থ শুল্ক গুদামে জমা করা হয়েছে।
You must log in to post a comment.