সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বিজিবি কেস্টগার্ডের পৃথক অভিযান : ৭৩ হাজার মালিকবিহীন ইয়াবা উদ্ধার

বিজিবি কেস্টগার্ডের পৃথক অভিযান : ৭৩ হাজার মালিকবিহীন ইয়াবা উদ্ধার

Yabaগিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
সীমান্ত উপজেলা টেকনাফে বিজিবি ও কোস্টগার্ড সদস্যদের পৃথক অভিযানে মালিকবিহীন ৭৩ হাজার ইয়াবা উদ্ধার। এ সময় পাচারকারীরা সুকৌশলে পালিয়ে যায়।
১৫ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ ষ্টেশন কমান্ডার লেঃ ডিকসন চৌধুরীর নেতৃত্বে গোপন সংবাদে টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া নাফনদীর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে ১৪ জানুয়ারী বৃহস্পতিবার ২ বর্ডার গার্ড ব্যাটলিয়ান অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবু জার আল জাহিদের নেতৃত্বে লেদা বিওপি চৌকির জওয়ানরা গোপন সংবাদে লেদা বিওপির সামনে যাত্রীবাহী একটি চাঁদের গাড়ীতে তল্লাশি চালিয়ে মালিকবিহীন ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
অপর অভিযানে বিজিবি সদস্যরা রঙ্গীখালী এলাকা থেকে মালিক বিহীন ৯ হাজার ইয়াবা উদ্ধার করে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে একই বিওপির চৌকির জওয়ানরা গোপন সংবাদে রঙ্গীখালী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পাচারকারী কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার ইয়াবাগুলোর আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানায়।
উদ্ধার ইয়াবাসমূহ বিজিবি ব্যাটলিয়ান সদরে জমা রাখা হবে পরবর্তীতে উর্ধতন কর্তৃপক্ষের অনুমতিতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা বলে জানিয়েছেন উদ্ধারকারী বিজিবি কর্মকর্তা। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ১৯ লাখ টাকা বলে জানায়। উদ্ধার ইয়াবা সমূহ টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জমা দেওয়া হবে বলে জানিয়েছেন উদ্ধারকারী কর্মকর্তা।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/