সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কুতুবদিয়ায় একতা যুব সংঘের কোয়ার্টার ফাইনাল ম্যাচে নবারুন সংঘ জয়ী

কুতুবদিয়ায় একতা যুব সংঘের কোয়ার্টার ফাইনাল ম্যাচে নবারুন সংঘ জয়ী

Sports - (Football) 5এম রাসেল খাঁন জয়; কুতুবদিয়া :

দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় বৃহত্তর আলী ফকির ডেইল একতা যুব সংঘ আয়োজিত ধুরুং হাই স্কুল ষ্টেডিয়ামে শুক্রবার (১৫ জানুয়ারি) ২য় কোয়ার্টার ফাইনালে বড়ঘোপের নবারুন সংঘ উত্তর ধুরুং খেলোয়াড় সমিতিকে ট্রাইবেকারে ১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। খেলার প্রথমার্ধে উত্তর ধুরুং খোলোয়াড় সমিতির ৯ নম্বর জার্সি পরিহিত নাইজেরিয়ান খোলোয়ারের দেয়া গোলে ১-০ তে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে কিছুক্ষণ পরই নবারুন সংঘের ১৩ নম্বর খোলোয়ার সবুজের গোলে সমতা ফিরিয়ে আনতে সক্ষম হয় ১৯৭২ সালে প্রতিষ্ঠিত কুতুবদিয়ার প্রাচীনতম ক্রীড়া প্রতিষ্ঠান নবারুন সংঘ। দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হওয়ায় ট্রাইবেকারে গড়ায় গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালটি ম্যাচটি। ট্রাইবেকারে উত্তর ধুরুং খোলোয়ারড় সমিতির নাইজেরিয় খেলোয়ারের প্রথম সটটি মিস্ হলে খেলার মোড় নবারুন সংঘের দিকে যায়। শেষ পর্যন্ত নবারুন সংঘ ৫ ও উত্তর ধুরু খেলোয়াড় সমিতি ৪টি গোল করায় ১ গোলে জয়লাভ করে নবারুন সংঘ। ষ্টেডিয়ামে উপচে পড়া প্রায় ৭ হাজার দর্শকদের মাঝে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) অং সা থোয়াই, দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর, আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান ফিরোজ খাঁন চৌধুরী, দ: ধুরুং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ খেলাটি উপভোগ করেন।

খেলায় পুলিশি নিরাপত্তা বেশ চোখে পড়ার মতো ছিল। উল্লেখ্য যে ৬ষ্ঠ প্রায়াস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে কুতুবদিয়ার নবারুন সংঘের কাছে হেরে যায় উত্তর ধূরুং খেলোয়াড় সমিতি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/