বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের দলগুলোর মালিকানা কিনতে আগ্রহ প্রকাশ করেছে ১০টি ব্যবসায়িক প্রতিষ্ঠান। এর মধ্যে দুই-তিনটি পুরনো প্রতিষ্ঠান থাকলেও বাকিরা সবাই নতুন। মঙ্গলবার ঘোষণা করা হবে দলগুলোর মালিক বা ফ্র্যাঞ্চাইজি হতে আবেদন করা এই ১০টি প্রতিষ্ঠানের নাম। আর পরবর্তীতে তাদের মধ্যে থেকে যাচাই-বাছাই করে চূড়ান্ত করা হবে ৭টি দলের মালিকানা।
সোমবার এমন তথ্যই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হবে বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক। সেখানেই ৭টি দলের মালিকানা সংক্রান্ত বিষয়টি আলোচিত হবে।
উল্লেখ্য, চলতি বছর নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা বিপিএলের তৃতীয় আসর। প্রথম আসরে মোট ৬টি দল থাকলেও ২০১৩ সালে অনুষ্ঠিত দ্বিতীয় আসরে দলের সংখ্যা ছিল ৭টি। এবারের আসরেও এই ৭ দলই থাকছে। তবে এবারে নতুন মালিকানায় খেলবে তারা। কারণ, পুরনো ফ্র্যাঞ্চাইজিরা ক্রিকেটারদের বকেয়া অর্থ পরিশোধ না করায় নতুন মালিকের খোঁজে নেমেছিল বিসিবি। গত ২৮ জুলাই জাতীয় দৈনিকগুলোতে বিজ্ঞাপন দিয়ে দরপত্রও আহ্বান করা হয়েছে। দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৭ আগস্ট; অর্থ্যাৎ সোমবার।
-শীর্ষ নিউজডেস্ক।
You must be logged in to post a comment.