দেখলেই মন কেড়ে নেয় সৌন্দর্য্য। বিরল প্রজাতির মাছটির শরীর ও পাখনা থেকে এক প্রকারের রশ্মির দ্যুতি ছড়াচ্ছে। ঢলে ভেসে আসা মাছটির নাম পরিচয় মেলেনি। বিরল প্রজাতির এ মাছটি শুক্রবার বিকালে চকরিয়ার ইসলাম নগর সংলগ্ন লামছরাবিলে স্থানীয় এক কিশোরের জালে ধরা পড়ে।
কেউ বলছেন এ মাছটি সামুদ্রিক হতে পারে। আবার অনেকেই বলছেন আলীকদমের গভীর মিঠাপানির কুম থেকে বংশ বিলুপ্ত মাছটি ভেসে আসে পানে। উপজেলা মৎস্য অফিসার নিজেও প্রাথমিক দেখায় সনাক্ত করতে পারেনি মাছটির প্রজাতির। তাই মৎস্য অফিসে নিয়ে যাওয়া হয়েছে কিশোরসহ মাছটি।
– ছবি ও প্রতিবেদন মুকুল কান্তি দাশ
নিজস্ব প্রতিনিধি, চকরিয়া।
You must be logged in to post a comment.