ফিক্সিংয়ের কারণে ক্রিকেট থেকে নিষিদ্ধ মোহাম্মদ আশরাফুলের সাথে আমেরিকায় একটি টুর্নামেন্টে অংশ নেওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে কারণ দর্শানোর নোটিশ পেয়েছিলেন বাহাতি স্পিনার ইলিয়াস সানি। দেশের ফেরার পর বিসিবির নোটিশের জবাব দিয়েছেন সানি, চেয়েছেন ক্ষমা।
এ বিষয়ে ইলিয়াস সানি মানবজমিন পত্রিকাকে বলেন, ‘আমি নোটিশ পেয়েছি দেশে ফিরেই। আজ (রবিবার) সিইওর কাছে তার জবাব জমা দিয়ে এলাম। পরে হয়তো তারা আমাদের শুনানিতে ডাকতে পারেন।’
ক্ষমা চাওয়া প্রসংগে সানি আরো বলেন, ‘আমি আসলে সেখানে বেড়াতে গিয়েছিলাম। কিন্তু অনুরোধে একটি ভুল করে ফেলেছি। ভুলতো ভুলই। তাই ক্ষমা চাওয়া ছাড়া আর বিকল্প কি আছে?’
যুক্তরাষ্ট্রে ঐ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে এনওসি ছাড়াই খেলেছিলেন আরেক ক্রিকেটার নাদিফ চৌধুরিও। রোববার তিনি জবাব দিয়েছেন বিসিবির নোটিশের।
– প্রিয়ডটকম.ডেস্ক
You must log in to post a comment.