সাম্প্রতিক....
Home / জাতীয় / বুধবার থেকে অফিস-ব্যাংকে নতুন সূচি, স্কুল বন্ধ দুইদিন 

বুধবার থেকে অফিস-ব্যাংকে নতুন সূচি, স্কুল বন্ধ দুইদিন 

অনলাইন ডেস্ক :
দেশের জ্বালানি সাশ্রয়ে সরকারি ও স্বায়ত্বশাসিত অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে এই নতুন নিয়মে অফিস করতে হবে সবাইকে।

সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে প্রেস ব্রিফিং করেন।

তিনি বলেন, নতুন নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস চলবে, যা আগে ছিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। নতুন নিয়মে অফিসের সময় এক ঘণ্টা কমানো হয়েছে।

তিনি আরও বলেন, ব্যাংকসমূহ বুধবার থেকেই ৯টা থেকে ৪টা চালু থাকবে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিষয়টি সরকারকে নিশ্চিত করেছেন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানসমূহ শুক্র-শনি দুই দিন বন্ধ থাকবে।

সেইসঙ্গে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই সকল সিদ্ধান্ত বহাল থাকবে বলেই জানান মন্ত্রিপরিষদ সচিব।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Khorshida-Jannat-Sagar-14-5-224.jpeg

ইসলামিক ফাউন্ডেশনের ফাহমিদা বেগমের সাথে ঈদগাহ হাই স্কুল প্রধান শিক্ষকের সাক্ষাৎ 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : ইসলামিক ফাউন্ডেশন, কক্সবাজারের উপ-পরিচালক ফাহমিদা বেগমের সাথে ঐতিহ্যবাহী ঈদগাহ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/