সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / বুসানের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ছবি

বুসানের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ছবি

প্রতিবছরের মতো এ বছরের জুলাইয়ে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ার অন্যতম সেরা চলচ্চিত্র উৎসব BUSAN International Kids and Youth Film Festival। আর এ বছরের উৎসবে বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে তরুণ নির্মাতা যুবরাজ শামীমের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কন্ট্রাস্ট’।

এই অর্জনে নির্মাতা যুবরাজ শামীম বলেন, ‘আমরা প্রত্যেক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতাই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন দেখি। জাতীয় কিংবা আন্তর্জাতিক যেকোনো অর্জনই আমাদের এই স্বপ্নকে আরো বেগবান করে।’

একজন কর্মজীবী শিশুর দৈনন্দিন যাপিত জীবনকে কেন্দ্র করে গড়ে ওঠা ‘কন্ট্রাস্ট’ চলচ্চিত্রটি এর আগে আমেরিকার অ্যাটলাস অ্যাওয়ার্ডস এবং অস্ট্রেলিয়ার ফিনিক্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছিল।

‘কন্ট্রাস্ট’ যুবরাজ শামীমের দ্বিতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তাঁর প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পুতুল’ গত বছর বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত ‘শেখ রাসেল জাতীয় শিশুতোষ চলচ্চিত্র উৎসব’-এ সেরা চলচ্চিত্রের পুরস্কারে ভূষিত হয়।

এ দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ছাড়াও যুবরাজ শামীম ‘অনামিকা’, ‘আত্মীয়’ ও ‘ইচ্ছে’ নামে আরো তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। বর্তমানে তিনি তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আদিম’-এর চিত্রনাট্য তৈরি করছে। যুবরাজ শামীম আশা করছেন, সবকিছু অনুকূলে থাকলে এ বছরের অক্টোবরে ‘আদিম’-এর কাজ শুরু করবেন।

সূত্র:ntvbd.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/