হুমায়ুন কবির জুশান, উখিয়া:
বেতন বৃদ্ধি পাওয়ায় সরকারি কর্মকর্তা কর্মচারিদের মধ্যে স্বস্তি এসেছে। উখিয়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিদের সাথে কথা হলে তারা তাদের খুশির কথা জানান। তবে এতে পণ্যমূল্য, পরিবহন ও বাড়ি ভাড়া বাড়বে। আর এতে চরম বিপদে পড়বেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণি পেশার মানুষ। সরকারের উচিত হবে বেতন বাড়ানোর পাশাপাশি এসব বিষয়ে মনিটরিং জোরদার করা।
৭ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদে অষ্টম পে-স্কেল অনুমোদনের পর দেশের অন্যান্য স্থানের মতো কক্সবাজারের উখিয়াতে প্রতিক্রিয়ায় সচেতন মহল, ব্যবসায়ী, সাধারণ মানুষরা তাদের কথা জানান, সচেতন মহল মনে করেন, পে-স্কেল হওয়ায় অনেকেই অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করবেন। বাড়িওয়ালারা অযৌক্তিক বাড়ি ভাড়া বাড়াবেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও পরিবহন ভাড়া বাড়তে পারে। এ ধরনের অনৈতিক সুবিধা কেউ যাতে না নিতে পারে সেজন্য সরকার ও বিভিন্ন সংস্থাকে সজাগ থাকতে হবে।
হেল্প কক্সবাজারের নির্বাহী পরিচালক এম.এ কাশেম বলেন, এর ফলে বাড়ি ভাড়া ও পরিবহন ভাড়া বাড়তে পারেন বলে মনে করেন তিনি। প্রায় একই কথা বলেন, শিক্ষক কমরুদ্দিন মুকুল। তার মতে, সরকার যেভাবে বলছে সেভাবে পে-স্কেল বাস্তবায়ন করলে বাজারে তেমন প্রভাব পড়বে না। কারণ আর্ন্তজাতিক বাজারে পণ্যমূলের দাম মন্দা চলছে। তবে নিত্যপণের দাম কিছুটা বাড়তে পারে।
সচেতন মহলের মতে, সরকার সরকারি চাকরিজীবিদের বেতন বাড়ানোর জন্যই গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়েছে। সাধারণ খেটে-খাওয়া মানুষেরা মনে করেন, সাধারণ জনগণকে কষ্ট দিয়ে সরকারি কর্মকর্তা–কর্মচারিদের বাহবা নিতেই সরকারের এই কৌশল। এর ফলে নিত্যপণ্যের দাম আরো বাড়বে। আমরা এর ধিক্কার ও নিন্দা জানাই। ব্যবসায়ীরা মনে করেন, বেতন কম থাকলে কারোরই বেনিফিট হবে না। বরং বাড়লে চাকরিজীবিরা উপকৃত হবেন। এতে কর্মকর্তা-কর্মচারিরা পুরোদমে কাজ করবে। চাকরির বাইরে ব্যবসা-বাণিজ্য বা অন্য কোন চিন্তা করবে না।
পণ্যমূল্য বাড়বে কিনা জানতে চাইলে তারা বলেন। প্রত্যেকটা পণ্য পর্যাপ্ত পরিমাণে রয়েছে। তবে সার্বিক বিষয়ে সরকারকে সজাগ থাকতে হবে।
হুমায়ুন কবির জুশান উখিয়া কক্সবাজার ০১৮১৯৫১৬০২০
You must be logged in to post a comment.