এম আবু হেনা সাগর, ঈদগাঁও :
সারাদেশের ন্যায় বেতন বৈষম্যের প্রতিবাদ ও ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতেও অর্ধ শতাধিক ঔষধ কোম্পানীর প্রতিনিধির মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এদিকে ৫ অক্টোবর সকাল সাড়ে ১১টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত এ মানব বন্ধনটি ঈদগাঁও বাসস্টেশনে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন ঈদগাঁও শাখার উদ্যোগে পালিত হয়। এ মানববন্ধনে ঈদগাঁওতে কর্মরত বাংলাদেশের অর্ধ শতাধিকেরও বেশি ঔষধ কোম্পানীর প্রতিনিধিগণ অংশ নেন।
পরে মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যের মাধ্যমে তাদের মানব বন্ধন কর্মসূচী সমাপ্তি ঘটে। তন্মধ্যে তাদের এ ৫ দফা দাবীর মধ্যে- সরকারী নতুন বেতন স্কেল সপ্তম গ্রেড সমপরিমাণ বেতন নির্ধারণ, বর্তমান মুল্যস্ফীতির কথা বিবেচনা করে টি/এ-ডি/এ ও অন্যান্য ভাতাদি প্রদান, চাকুরীর নিশ্চয়তা বিধান, ঔষধ কোম্পানীর এমআরদের সংগঠন ফারিয়াকে সরকার কর্তৃক নিবন্ধন ও স্বীকৃতি প্রদান এবং সাপ্তাহিক ছুটিসহ জাতীয় সকল ছুটি প্রদানের বিধানসহ আরো অন্যান্য দাবী রয়েছে।
You must be logged in to post a comment.