Home / প্রচ্ছদ / বেলা আয়োজিত আন্তর্জাতিক আদিবাসি দিবস পালন

বেলা আয়োজিত আন্তর্জাতিক আদিবাসি দিবস পালন

BELAকক্সবাজারের আদিবাসিরা নানা সমস্যার মধ্যে রয়েছে। তাদের এসব সমস্যা সমাধানে জাতি, ধর্ম,বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। কারণ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ১০ আগষ্ট কক্সবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত আন্তর্জাতিক আদিবাসি দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত ইয়ুথ এনভায়রণমেন্ট সোসাইটি কক্সবাজার এর সভাপতি এম. ইব্রাহিম খলিল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তারা আরো বলেন, বিভিন্ন সময়ে পাহাড় ধ্বসে মানুষ মারা যাচ্ছে, অথচ যুগের পর যুগ পাহাড়ে বসবাসের পরও আদিবাসি কোন লোকজন মারা যায়নি। কারণ আদিবাসিরাই প্রকৃত পক্ষে পরিবেশকে ভালোবাসে। যার কারণে তারা কখনো পাহাড় কিংবা বণ্যপ্রাণীর উপর আঘাত করেনি।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী এডঃ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কক্সবাজারের সভাপতি ফজলুল কাদের চৌধুরী, কক্সবাজার রিপোটার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী, সহ-সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, সেভ দ্যা নেচার অব কক্সবাজারের সভাপতি কল্লোল দে চৌধুরী, ইয়ুথ এনভায়রণমেন্ট সোসাইটি কক্সবাজার এর সাংগঠনিক সম্পাদক দীপন বিশ্বাস, আদিবাসি জনগোষ্ঠীর নেতা থোয়াই অং, ক্যাসা অং, মংথোলা রাখাইন থোই অং, মং ক্য চিং, উমং ক্য চাকমা ও নিরতন চাকমা প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি।

Share

Leave a Reply

x

Check Also

জালালাবাদ ও রশিদনগরে কোরআন শরীফ বিতরণ ঈদগাঁও ঐক্য পরিবারের

এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারে ...

%d bloggers like this: