থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কেন্দ্রস্থলে তীব্র শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়েছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১২ জন। আহত হয়েছেন আরও ২০ জন।
ঘটনাস্থলে উপস্থিত বিবিসির সাংবাদিক জোনাথন হেড জানান, বিস্ফোরণের তীব্রতা এতই বেশি যে, তাতে লোকজনের অঙ্গপ্রত্যঙ্গ ছিন্নভিন্ন হয়ে ছড়িয়ে পড়েছে চারদিকে। মানুষের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা। যে যার মতো নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন। ঘটনাস্থলে একটি বড় গর্ত সৃষ্টি হয়েছে। এর ফলে ধারণা করা হচ্ছে, এটি একটি বোমা বিস্ফোরিত হয়েছে।
তবে এ বিষয়ে সরকারী কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। -বিবিসি।
-নতুন বার্তা ডট কম,ডেস্ক।
You must log in to post a comment.