সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ব্রিটিশ এয়ারওয়েজের প্লেনে অগ্নিকাণ্ড : আহত ১৪

ব্রিটিশ এয়ারওয়েজের প্লেনে অগ্নিকাণ্ড : আহত ১৪

ব্রিটিশ এয়ারওয়েজের প্লেনে অগ্নিকাণ্ড: আহত ১৪

ব্রিটিশ এয়ারওয়েজের প্লেনে অগ্নিকাণ্ড: আহত ১৪

ব্রিটিশ এয়ারওয়েজের একটি যাত্রীবাহী প্লেনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৪ জন যাত্রী আহত হয়েছেন। বোয়িং-৭৭৭ সিরিজের প্লেনটিতে ১৫৯ জন যাত্রী ও ১৩ জন ক্রু ছিলেন।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা) লাস ভেগাস বিমানবন্দরে এয়ারওয়েজটির ফ্লাইট-২২৭৬ এ দুর্ঘটনার শিকার হয়।

লাস ভেগাসে রাজ্য অগ্নিনির্বাপক অধিদফতরের উপপ্রধান জন ক্লাসেন বলেছেন, প্লেন থেকে বের হওয়ার সময় হুড়োহুড়িতে আহত হয়েছেন ওই যাত্রীরা। তাদের আঘাত খুব একটা গুরুতর নয়।

আহত এক যাত্রী জেয় জেনিংস বলেছেন, ওই সময়টা ছিল এক ভীতিকর সময়।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্লেনটি লাস ভেগাস থেকে লন্ডন যাওয়ার কথা ছিল। এ উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতিও সম্পন্ন হয়। কিন্তু ঠিক আগ মুহূর্তে এর ইঞ্জিনে আগুন ধরে যায়।

জেয় জেনিংস বলেন, প্লেনটা উড্ডয়নের আগ মুহূর্তে আমি ‘ধপ’ করে একটা শব্দ শুনি। জানালা খুলে দেখি ইঞ্জিনে আগুন ধরে গেছে। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায় প্লেন। এর একটু পরই ইন্টারকমে ক্যাপ্টেন জরুরি অবস্থার কথা বলে সবাইকে বাইরে বের হয়ে যেতে অনুরোধ করেন।

– শীর্ষ নিউজ,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/