ভারতের সেনাপ্রধানের জবাবে পাকিস্তানের সেনাপ্রধান

ভারতের সেনাপ্রধানের জবাবে পাকিস্তানের সেনাপ্রধান

ভারতের সেনাপ্রধানের জবাবে পাকিস্তানের সেনাপ্রধান

ভারতের সেনাপ্রধানের জবাবে পাকিস্তানের সেনাপ্রধান

পাকিস্তান ছোট বা বড় যেকোনো ধরনের হামলা প্রতিরোধ করতে সক্ষম। পাকিস্তানের ওপর হামলা হলে শত্রুদেশকে কঠিন পরিণাম ভোগ করতে হবে। রবিবার পাকিস্তানের প্রতিরক্ষা দিবসে রাওয়ালপিন্ডির সেনা কার্যালয়ে ভারতের সেনাপ্রধানকে উদ্দেশ্য করে এই হুশিয়ারি বার্তা দেয় পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহেল শরীফ। খবর ডন নিউজের।

সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলে দেয়া সাক্ষাত্কারে ভারতের সেনাপ্রধান দলবীর সিং সুহাগ বলেছিলেন, সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তান ব্যবস্থা না নিলে ভারত পাকিস্তানের ওপর ছোট বা বড় ধরনের হামলা চালাতে পারে। পাকিস্তানের বেড়ে ওঠা সন্ত্রাসী ঘাটি গুলো গুড়িয়ে দিতে এ ধরনের হামলা চালানো হতে পারে। পাকিস্তান এই বার্তা পাওয়ার পর দেশটির সেনাপ্রধান আজ এ ধরনের উত্তর দিচ্ছেন। দুদেশের অভিজ্ঞ মহল এমনটা মনে করছে।

পাকিস্তানের সেনাপ্রধান আরও বলেন, পাকিস্তানে অনেক উত্থান পতন হয়েছে। কিন্তু দেশটির সেনাবাহিনী আগের চাইতে অনেক অনেক শক্তিশালী। তিনি বলেন, দেশভাগের পর থেকেই কাশ্মীর বিষয়ে কোনও সমাধান হয়নি। জাতিসংঘে প্রস্তাব আনা ছাড়া এ সমস্যার সমাধান হবে না। কাশ্মীরীরা ভারতের নিষ্ঠুরতার শিকার হচ্ছে।

– ব্রেকিংনিউজডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

জালালাবাদ ও রশিদনগরে কোরআন শরীফ বিতরণ ঈদগাঁও ঐক্য পরিবারের

এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার জালালাবাদ ও রশিদনগরে ...

%d bloggers like this: