সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / ভারতে চতুর্থ দফার ভোট আগামীকাল

ভারতে চতুর্থ দফার ভোট আগামীকাল

ভারতের লোকসভা নির্বাচনে চতুর্থ দফার ভোট নেয়া হবে আগামীকাল। এদিন ভোটগ্রহণ হবে ৯ রাজ্যের ৭১ আসনে। প্রতিবেশী পশ্চিমবঙ্গ রাজ্যের আট আসনের ভোট হবে একই সঙ্গে। তবে এই আসনগুলোর মধ্যে নজরকাড়া আসন হাতে গোনা কয়েকটিই।

বলার অপেক্ষা রাখে না বিশ্বের অন্যতম বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের প্রত্যেক রাজ্যের রয়েছে নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য। প্রত্যেক রাজ্যেই রয়েছে রাজনৈতিক আলাদা সমীকরণও।

লোকসভা ভোটে এই সমীকরণ গুলোকে যে রাজনৈতিক দল বা জোট দিল্লিমুখী করতে পারে, ভোটের জয় তার দিকে ঝুঁকে থাকে।

পশ্চিমবঙ্গেও রয়েছে সেই রাজনৈতিক বৈচিত্রময়তা। সাত-দফার ভোটের যত দফা শেষ হচ্ছে, রাজনৈতিক অঙ্ক কষে জয় পরাজয়ের হিসাবটাও তত পরিস্কার হচ্ছে প্রার্থী বা রাজনৈতিক দলের কাছে।

রাজ্যের অন্যতম নজরকাড়া আসন এবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জেলা বীরভূম। সেখানে তৃণমূলের দু-বারের জয়ী সাংসদ অভিনেত্রী শতাব্দী রায় যেমন এবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন তেমনই সেখানে প্রতিদ্বন্দ্বী হিসাবে বিজেপির দুধ কুমার মন্ডল দাঁড়িয়েছেন।

আসানসোলে বিজেপির তারকা প্রার্থী ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধ তৃণমূলের প্রার্থী বাঁকুড়ার সাংসদ অভিনেত্রী মুনমুন সেন।

এদিকে, বহরমপুরে আছেন পশ্চিমবঙ্গের রবিন হুড বলে পরিচিত কংগ্রসের নেতা প্রাক্তন রেলমন্ত্রী অধীর চৌধুরীও। বাকি আসনগুলোর চেয়ে ভোটের দিন এই আসনগুলোর দিকেই তাই নজর থাকবে সবার।

শনিবার সন্ধ্যা পর্যন্ত এই আসনগুলোতে শেষ মুহুর্তের প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা এবং তাদের হয়ে কেন্দ্রীয় নেতৃত্ব।

 

সূত্র:somoynews.tv-ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওতে ভোটারদের দ্বারে দ্বারে আবু তালেব : জনতার ভালবাসায় সিক্ত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবু তালেব গ্রামীণ জনপদে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/