ভারতের অন্ধ্র প্রদেশে একটি ট্রেনের সঙ্গে লরির সংঘর্ষে কর্নাটকের একজন বিধায়কসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে আটজন। ভারতের অনন্তপুর জেলার পেনুকেন্ডা- মন্ডলে রোববার গভীর রাতে একটি লেভেল ক্রসিংয়ে বেঙ্গালুরু-নানদেড় এক্সপ্রেস দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে। এনডিটিভি এখবর জানিয়েছে।
চালক নিয়ন্ত্রণ হারালে গ্রানাইটবোঝাই লরিটি ওই লেভেল ক্রসিংয়ে টলন্ত ট্রেনের একটি বগিতে গিয়ে ধাক্কা খায়। এতে লরির চালক ও তার সহকারী এবং তিন ট্রেনযাত্রী নিহত হন।
নিহতদের মধ্যে রায়চুরের দেবাদুর্গ আসনের বিধায়ক কংগ্রেস নেতা এ ভেঙ্কটেশ নায়কও রয়েছেন। সংঘর্ষের পর ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত এবং বেঙ্গালুরু-গুন্টাকাল রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ।
এর আগে ৫ আগস্ট ভারতের মধ্যপ্রদেশের হারদা এলাকায় একটি ছোট সেতু পার হওয়ার সময় কয়েক মিনিটের ব্যবধানে দুটি ট্রেন দুর্ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়।
-শীর্ষ নিউজ,ডেস্ক।
You must be logged in to post a comment.