সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / ভারত থেকে সরে যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারত থেকে সরে যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/04/Sports-T-20.jpg?resize=615%2C340&ssl=1

ভারতের করোনা পরিস্থিতি প্রতিনিয়তই খারাপের দিকে যাচ্ছে। যা রীতিমতো নিয়ন্ত্রণের বাইরে। এমন অবস্থায় শঙ্কা দেখা দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে। করোনার ধাক্কা সামলে এত বড় আয়োজন করতে পারবে তো ভারত?

আগামী অক্টোবরের মাঝামাঝিতে টুর্নামেন্টটি মাঠে গড়ানোর কথা। কিন্তু এখন বিকল্প ভাবতে হচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-আইসিসিকে।

আইসিসির একটি সূত্র জানিয়েছে, হাতে এখনও সময় আছে ছয় মাস। তাই এখনই চূড়ান্ত কিছু বলে দেওয়ার সময় হয়নি। তবে দেশটির পরিস্থিতি ভালোভাবেই পর্যবেক্ষণ করছে আইসিসি। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছে তারা।

তবে ভারত থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত না হলেও বিকল্প ভাবনা ঠিকই মাথায় রাখছে আইসিসি। সেক্ষেত্রে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপটি আয়োজন হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। পাশাপাশি ভাবা হচ্ছে শ্রীলঙ্কার কথাও। সেক্ষেত্রে আরব আমিরাতকেই বিকল্প হিসেবে এগিয়ে রাখা হচ্ছে। কেননা সেখানকার জনসংখ্যা তুলনামূলকভাবে কম এবং বিশ্বকাপ আয়োজনের সবরকম সুযোগ-সুবিধাও আছে।

এদিকে, গেল সপ্তাহেই বিশ্বকাপের জন্য নয়টি ভেন্যু প্রস্তাব করেছে ভারতীয় বোর্ড। ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। যা দর্শক ধারণক্ষমতায় বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে।

 

 

সূত্র: somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

কোয়ান্টাম কসমো স্কুলের হ্যান্ডবল টিম জাতীয় চ্যাম্পিয়ন, #https://coxview.com/quantum-cosmo-school-and-college-sports-rafiq-2-10-23/

কোয়ান্টাম কসমো স্কুলের হ্যান্ডবল টিম জাতীয় চ্যাম্পিয়ন

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : সিলেটে অনুষ্ঠিত ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় হ্যান্ডবল ফাইনাল ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/