মিয়ানমারের সমুদ্র সীমানায় ভাসমান নৌকা থেকে উদ্ধার হওয়া আরও ১২৬ জন বাংলাদেশীকে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছে মিয়ানমার। আগামী মঙ্গলবারের মধ্যে তাদের দেশে পাঠানো হবে বলে শুক্রবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
খবরে বলা হয়েছে, যাদের ফেরত পাঠানো হবে তারা যে বাংলাদেশের নাগরিক সে ব্যাপারে নিশ্চিত হয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ। দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে চায়না ডেইলি নামের একটি অনলাইন পত্রিকা শুক্রবার এ খবর দিয়েছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যের তুয়াং পিয়ো শরণার্থী শিবিরে তাদের অস্থায়ীভাবে রাখা হয়েছে। মে মাসে দেশটির নৌবাহিনী রাখাইন রাজ্যের মুয়াংতো থেকে দুই শতাধিক এবং আয়েইয়াদ্দি অঞ্চলের পিয়াপোন এলাকা থেকে সাত শতাধিক অভিবাসীকে উদ্ধার করে। তারা নৌকায় করে পার্শ্ববর্তী দেশগুলোতে যাওয়ার চেষ্টা করছিল।
উলেখ্য, জুন মাস থেকে নাগরিকত্ব পরীক্ষা করে মিয়ানমার কর্তৃপক্ষ এ পর্যন্ত চার দফায় ৫০১ জন বাংলাদেশীকে দেশে ফেরত পাঠিয়েছে। এদের সবাইকে ভাসমান নৌকা থেকে উদ্ধার করা হয়।
You must be logged in to post a comment.