সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / মহানায়কের ভূমিকায় প্রসেনজিত্

মহানায়কের ভূমিকায় প্রসেনজিত্

Proshenjitপ্রসেনজিত্ হবেন উত্তমকুমার এবং পাওলি হবেন সুচিত্রা সেন। আর এই দুই চরিত্রকে মুখ্য করেই শুরু হয়ে যাবে ‘মহানায়ক’ ধারাবাহিকের শুটিং। তবে কোথাও কিন্তু স্পষ্ট করে বলা হচ্ছে না, এই ধারাবাহিক উত্তমকুমারের জীবননির্ভর।

বলা হচ্ছে, এই ধারাবাহিকের গল্পের কেন্দ্রীয় চরিত্রের নাম অরুণকুমার। এবং সেই পর্দা-তারকার জীবন ও কাজের সঙ্গে জড়িয়ে আছেন দুই অভিনেত্রী- সুচরিতা সেন এবং প্রিয়া। আসলে ধারাবাহিকের নাম এবং মুখ্য চরিত্রগুলির নাম দেখলেই বোঝা যায় এই ধারাবাহিকের বিষয় কী। সে যাই হোক, এই ধারাবাহিক দিয়েই কিন্তু প্রায় দুই দশক পরে ফের ছোটপর্দায় অভিনয়ে ফিরছেন প্রসেনজিত্। মুম্বইতে অবশ্য বড়পর্দার তারকাদের ছোটপর্দায় অভিনয় করাটা নতুন নয়। রিয়্যালিটি শোয় তারা আসছেনই, পাশাপাশি অভিনয় করছেন টেলিভিশন ধারাবাহিকেও।

অমিতাভ বচ্চন অভিনয় করেছেন ‘যুদ্ধ’ ধারাবাহিকে, প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করেছেন আমেরিকান ধারাবাহিক ‘কোয়ান্টিকো’তে আর অনিল কাপুর অভিনয় করেছেন ‘২৪’ ধারাবাহিকে। এবার প্রসেনজিত্ও শুরু করতে চলেছেন সেই পথে হাঁটা।

এটাই অবশ্য প্রথম নয়। এর আগে প্রসেনজিত্ অভিনয় করেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একই নামের উপন্যাস নিয়ে ‘কাগজের বউ’ ধারাবাহিকে। অভিনয় করেছেন ‘তৃতীয় পুরুষ’ ধারাবাহিকেও। আর রিয়্যালিটি শো তো আছেই। প্রসেনজিতের সঞ্চালনায় ছোটপর্দায় এসেছে দুটি রিয়্যালিটি শো- ‘বাংলার সেরা পরিবার’ এবং ‘তুমি যে আমার’। পাশাপাশি বেশ কিছু টিভি শো বা জি বাংলা অরিজিন্যালসের প্রযোজনাও করছেন বা করেছেন প্রসেনজিত্।

আর ছোটপর্দা দিয়েই তো শুরু হয়েছিল পাওলির অভিনয়জীবন। ‘তিথির অতিথি’ দিয়ে শুরু করেছিলেন তিনি। পরে অবশ্য বড়পর্দায় ব্যস্ত হয়ে পড়েন। প্রায় বছর দশেক পরে তিনিও ফিরলেন ছোটপর্দার অভিনয়ে।

কেমন হবে এই ধারাবাহিক? আগেই তার কিছুটা আঁচ দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে নায়ক উত্তমকুমারের জীবনের জানা, কম জানা এবং না জানা দিকগুলোই উঠে আসবে এই ধারাবাহিকে। এই মহানায়কের শৈশব, কৈশোর, বড় হওয়া- সবটাই ধরা হবে এই ধারাবাহিকে।

ধারাবাহিকের পরিচালনায় থাকছেন বিরসা দাশগুপ্ত এবং ক্রিয়েটিভ ডিরেক্টর কমলেশ্বর মুখোপাধ্যায়। অর্থাৎ ক্যামেরার পেছনটা বিরসা সামলালেও প্রয়োজনীয় গবেষণা থেকে চিত্রনাট্য তৈরি, এইসব কাজ করছেন কমলেশ্বর। কাজ শুরুও হয়ে গেছে ইতিমধ্যে। গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর একটি গায়ত্রী। ধরে নেওয়া যেতেই পারে ইনিই গৌরীদেবী। তবে এই চরিত্রে কে অভিনয় করবেন এখনও ঠিক হয়নি। আপাতত ঠিক হয়েছে ১০০ পর্বে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। প্রতিটা পর্ব ৩০ মিনিটের। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় এই ধারাবাহিকের শুটিং শুরু হবে জানুয়ারিতে, সৃজিতের নতুন ছবির কাজ শেষ হলেই।

নতুনবার্তাডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/