সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / মাহবুব সভাপতি-সুমন সম্পাদক নির্বাচিত : কক্সবাজার ক্রীড়া লেখক সমিতির নির্বাচন সম্পন্ন

মাহবুব সভাপতি-সুমন সম্পাদক নির্বাচিত : কক্সবাজার ক্রীড়া লেখক সমিতির নির্বাচন সম্পন্ন

মাহবুব সভাপতি-সুমন সম্পাদক নির্বাচিত কক্সবাজার ক্রীড়া লেখক সমিতির নির্বাচন সম্পন্ন

মাহবুব সভাপতি-সুমন সম্পাদক নির্বাচিত
কক্সবাজার ক্রীড়া লেখক সমিতির নির্বাচন সম্পন্ন

বার্তা পরিবেশক:

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কক্সবাজার জেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন ও সম্মেলন সম্পন্ন হয়েছে। ৬ অক্টোবর বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার চীফ রিপোর্টার, ক্রীড়া সংগঠক, সাংবাদিক এম.আর মাহবুব। সাধারণ সম্পাদক পদে সরাসরি ভোট যুদ্ধে এস.এ টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি ও দৈনিক আজকের কক্সবাজার এর বার্তা সম্পাদক আহসান সুমন নির্বাচিত হয়েছেন।

তিনি একমাত্র ভোটে দৈনিক কক্সবাজার এর সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমানকে হারান। নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কক্সবাজার জেলা শাখার প্রধান উপদেষ্টা, সিনিয়র সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু এবং কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু।

নির্বাচনে ক্রীড়া লেখক সমিতি কক্সবাজার জেলা শাখার অধিকাংশ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরা হলেন সাংবাদিক হাসানুর রশিদ, এম.আর মাহবুব, দীপক শর্মা দীপু, মীর্জা ওবাইদ রুমেল, মাহবুবুর রহমান, শফিউল্লাহ শফি, গোলাম আযম খাঁন, আমানুল হক বাবুল, আহসান সুমন, এম. বেদারুল আলম, আমিনুল হক আমিন।

এদিকে নির্বাচিত সভাপতি/সম্পাদক উপদেষ্টামণ্ডলীর সাথে পরামর্শ করে আগামী এক সপ্তাহের মধ্যে ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

জেলা ক্রীড়া সংস্থার অভিনন্দন

এদিকে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি পদে এম.আর মাহবুব এবং সাধারণ সম্পাদক পদে আহসান সুমন নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, বিজন বড়ুয়া, সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, সহ-সাধারণ সম্পাদক আবছার উদ্দিন, যুগ্ম সম্পাদক মাহমুদুল করিম মাদু, হারুনর রশিদ সহ ডিএসএ’র সকল কর্মকর্তাবৃন্দ। বিবৃতিতে ডিএসএ কর্মকর্তাগণ বলেন, মাহবুব-সুমনের নেতৃত্বে কক্সবাজারের ক্রীড়া বিকাশে অতীতের মতোই কক্সবাজারের ক্রীড়া সাংবাদিকরা ভূমিকা রাখবে।

কক্সবাজার ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশন

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের আওতাভুক্ত ইউনিট কক্সবাজার ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সুমন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম লিপুসহ সংগঠনের নেতৃবৃন্দ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/