সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / মুক্তির অপেক্ষায় ‘দ্য মাদার’

মুক্তির অপেক্ষায় ‘দ্য মাদার’

অনলাইন ডেস্ক :

হলিউড গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ অভিনীত থ্রিলার ‘দ্য মাদার’ মুক্তি অপেক্ষায়। অ্যাকশন থ্রিলারটি পরিচালনা করেছেন নিকি ক্যারো। সিনেমার গল্প লিখেছেন এইচবিও-এর মহাজাগতিক-হরর সিরিজ লাভক্রাফ্ট কান্ট্রি’র লেখক মিশা গ্রিন।

২০২২ সালের ২৮শে জানুয়ারী সিনেমাটির চিত্রগ্রহণ শেষ হয়েছে। সিনেমাটি ২০২২ সালে মুক্তি পাওয়ার কথা ছিল, তবে মুক্তির তারিখ পিছিয়ে ২০২৩ সালে নেওয়া হয়েছে। আগামী ১২ মে নেটফ্লিক্সে বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘দ্য মাদার’।

নেটফ্লিক্স হোয়াটস অনুসারে, সিনেমাটির চিত্রগ্রহণ হয়েছে কানাডার ভ্যাঙ্কুভার ও স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের গ্রান ক্যানারিয়াতে। মূলত একজন ঘাতক নারীর গল্প নিয়েই নির্মিত চলচ্চিত্রটি।

যিনি একটি খুনের পর পালিয়ে যেতে বাধ্য হন। কয়েক বছর পর সেই নারী হত্যাকারী ফিরে আসেন তার মেয়েকে কিছু বিপজ্জনক পুরুষের হাত থেকে রক্ষা করার জন্য। সিনেমাটির মুল ভূমিকায় অভিনয় করেছেন পপতারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। এতে আরো রয়েছেন মিশা গ্রিন, বেনি মেদিনা, রয় লি সহ প্রমুখ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

দক্ষিণ কোরিয়া জিমন্যাস্টিকস প্রশিক্ষণে বাংলাদেশের টিমের ১০ জনই কোয়ান্টাম শিক্ষার্থী

দক্ষিণ কোরিয়া জিমন্যাস্টিকস প্রশিক্ষণে বাংলাদেশের টিমের ১০ জনই কোয়ান্টাম শিক্ষার্থী

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :বাংলাদেশ জাতীয় দলের জিমন্যাস্টদের নিয়ে দক্ষিণ কোরিয়ায় হাইপারফরমেন্স জিমন্যাস্টিকস প্রশিক্ষণ ...

%d