জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির দণ্ড বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।
বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এই রায়ে স্বাক্ষরের পর তা প্রকাশিত হয় বলে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম।
আইনজীবীরা বলছেন, এখন আগামী ১৫ দিনের মধ্যে এই রায় পুনর্বিবেচনার আবেদন করতে সুযোগ পাবেন আসামিপক্ষ।
পুনর্বিবেচনায় আপিলের আদেশ বহাল থাকলে রায় কার্যকরের প্রক্রিয়া এগুবে।
তবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল জানিয়েছেন, এই রায়ের অনুলিপি বুধবারের মধ্যেই ট্রাইব্যুনালে পাঠানোর চেষ্টা করা হবে। ট্রাইব্যুনাল বিধি অনুযায়ী মৃত্যু পরোয়ানা কারান্তরীণ আসামিদের কাছে পাঠাবে।
মুক্তিযুদ্ধে বিজয়ের আগমুহূর্তে বুদ্ধিজীবী নিধনযজ্ঞের দায়ে ট্রাইব্যুনালে দেওয়া মুজাহিদের ফাঁসির আদেশ বহাল রেখে চলতি বছরের ১৬ জুন
সংক্ষিপ্ত রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
অপরদিকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালে দেওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশ বহাল রেখে চলতি বছরের ২৯ জুলাই সংক্ষিপ্ত রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
-শীর্ষনিউজডটকম,ডেস্ক।
You must log in to post a comment.