সাম্প্রতিক....
Home / জাতীয় / মুফতি হান্নান-বিপুলের পরিবারকে ডেকেছে কারা কর্তৃপক্ষ

মুফতি হান্নান-বিপুলের পরিবারকে ডেকেছে কারা কর্তৃপক্ষ

ফাইল ছবি

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল ওরফে বিপুলের স্বজনদের ডেকেছেন গাজীপুরের কাশিমপুর কারা কর্তৃপক্ষ।

১১ এপ্রিল মঙ্গলবার এক বার্তায় তাদের ডেকে পাঠানো হয় বলে জানিয়েছেন কারাগারের সিনিয়র সুপার মো. মিজানুর রহমান।

তিনি জানান, চিঠিতে দুইজনের পরিবারকে সাক্ষাতের জন্য ডাকা হয়েছে। তবে, কখন ফাঁসি কার্যকর করা হবে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

এর আগে ২৭ মার্চ সোমবার বিকেলে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গিনেতা মুফতি হান্নান। ৮ এপ্রিল শনিবার রাষ্ট্রপতি তার আবেদন নাকচ করে দেন।

প্রসঙ্গত, ১৯ মার্চ রোববার রায়ের পুনর্বিবেচনা চেয়ে মুফতি হান্নানের রিভিউ আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ। ২১ মার্চ মঙ্গলবার সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে এ রায় প্রকাশিত হয়।

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজন নিহতের ঘটনায় করা মামলায় মুফতি হান্নান, শরিফ শাহেদুল ও রিপনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। ফেব্রুয়ারি মাসে রিভিউ আবেদন করেন তারা।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টাসহ ১৩টি নাশকতামূলক ঘটনায় শতাধিক ব্যক্তিকে হত্যার পেছনের মূল হোতা মুফতি হান্নান বলে অভিযোগ উঠে।

২০০০ সালের ২০ জুলাই কোটালীপাড়ায় শেখ হাসিনার সভামঞ্চের কাছে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখার ঘটনায় করা মামলারও আসামি মুফতি হান্নান।

সূত্র:priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/