বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী জয়া আহসান মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে আমন্ত্রণ পেয়েছেন। আগামী ২৯ অক্টোবর শুরু হচ্ছে উত্সব। আট দিনের এ কর্মযজ্ঞে যোগ দিবেন বিভিন্ন দেশের নির্মাতা ও অভিনয়শিল্পীরা। আর এ আমন্ত্রনে সুযোগ পেয়েছেন কারণ তার অভিনীত ‘রাজাকাহিনী’ ছবিটি এ উত্সবে আমন্ত্রণ পেয়েছে।
আর এ তথ্য পরিচালক সৃজিত মুখার্জি ৭ অক্টোবর তার ফেসবুকে এ তথ্য নিশ্চিত করে জানান, ইন্ডিয়া স্টোরি বিভাগে আমন্ত্রণ পেয়েছে ছবিটি। ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপট নিয়ে সৃজিত মুখার্জি নির্মাণ করেছেন ‘রাজকাহিনী’ আসছে পূজোতে ছবিটি মুক্তি পাবে।
জয়া ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন ঋতুপর্ণ ঘোষ, শাশ্বত চট্টোপাধ্যয়, প্রিয়াংকা সরকার, কৌশিক সেন, আবির চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, এনা সাহা, ব্রাত্য বসু, কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষ প্রমুখ। কাহিনীনির্ভর এই ছবিতে থাকছে কয়েকটি গান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন লোপামুদ্রা মিত্র, অরিজিত্ সিং, রুপম ইসলাম, কবির সুমন, রেখা ভরদ্বাজ, ওস্তাদ রশীদ খান, শ্রীকান্ত আচার্য প্রমুখ। করেছেন রাজকাহিনী।
– প্রিয়ডটকম,ডেস্ক।
You must be logged in to post a comment.