সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / মেয়ের জন্য শাহরুখের আবেগী টুইট

মেয়ের জন্য শাহরুখের আবেগী টুইট

মেয়ের জন্য শাহরুখের আবেগী টুইট

মেয়ের জন্য শাহরুখের আবেগী টুইট

সকলের চোখে তিনি সুপারস্টার হলেও মেয়ের কাছে শুধুই আদর্শ বাবা শাহরুখ। যখন যেখানেই থাকুক না কেন, দিনে অন্তত চার পাঁচবার কথা বলেন আরিয়ান, সুহানা আর আব্রামের সঙ্গে। ছেলেমেয়েদের সঙ্গে কাটানো সময়ের ছবিও নিয়মিত পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে। এবার মেয়ে সুহানাকে নিয়ে আবেগী কথা লিখলেন টুইটারে।

প্রায় প্রতিটি সাক্ষাত্কারে শাহরুখ বলেছেন, তার জন্য ছেলেমেয়েই সবকিছু। আদর্শ বাবার মতোই পৃথিবীর সবকিছুই করতে পারেন সন্তানের জন্য। ‘দিলওয়ালে’ ছবির শুটিংয়ে আইসল্যান্ডে সন্তানদের জন্য কষ্ট হবে তার, এটাই স্বাভাবিক। মেয়ে সুহানাকে কতটা ‘মিস’ করেন, তা টুইট করে জানালেন দুনিয়বাসীকে।

সুহানার চোখের একটা ছবি পোস্ট করেন এবং তার ক্যাপশনে লেখেন, ‘সূর্যের রশ্মি যখন বৃষ্টিতে ভিজে যায় আমি আমার মেয়ের কথা ভাবি.. আমি তোমার ছোট্ট হৃদয় নিজের হৃদয়ে সব সময় বয়ে বেড়াবো।

– দেশেবিদেশেডটকম,ডেস্ক।

Share

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

%d bloggers like this: