সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / ম্যানচেস্টারের হামলা ভাবাচ্ছে বিসিবিকেও

ম্যানচেস্টারের হামলা ভাবাচ্ছে বিসিবিকেও

ছবি: সংগৃহীত

উৎসব মুখর পরিবেশই ছিলো ইংল্যান্ডে। চলছিলো শেষ মুহূর্তের প্রস্তুতি। ক’দিন পরই এখানে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি ও নারী বিশ্বকাপ। কিন্তু এমন সময় সব ওলট পালট করে দিলো একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। ম্যানচেস্টারে বোমা হামলার পর ইংল্যান্ডের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চিন্তার কথা জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নিশ্চিন্ত থাকার উপায় নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি)। সেরা আট দলের এই টুর্নামেন্টে অংশ নিতে দু’দিন পরই ইংল্যান্ডে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। যে কারণে ম্যানচেস্টারের বোমা হামলার বিষয়টি ভাবাচ্ছে বিসিবিকেও। মঙ্গলবার এমনই জানালেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চোধূরী সুজন।

ম্যানচেস্টারের বোমা হামলার বিষয়ে নিজাম উদ্দিন চৌধরী বলেন, ‘এটা এমন একটি ঘটনা যেটা দেখার পর চিন্তা হওয়াটাই স্বাভাবিক। স্বভাবতই আমাদেরও চিন্তা হচ্ছে। তবে আমার মনেহয় নিরাপত্তার ব্যাপারে ইংল্যান্ড ও আইসিসির ওপর ভরসা রাখা যায়। তাদের ওপর আমাদের সেই আস্থা আছে। কারণ এতগুলো দলের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করে তারা কোনো কিছুই করবে না।’

ছবি: সংগৃহীত

এই ঘটনার কারণে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হবে বলে বিশ্বাস বিসিবির প্রধান নির্বাহীর, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির নিরাপত্তার জন্য যে পরিকল্পনা করা হয়েছিলো এখন হয়তো তার পরিধি আরো বাড়ানো হবে। আইসিসি এবং ইংল্যান্ড এ বিষয়ে অনেক সতর্ক। ইতিমধ্যে দলগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানানো হয়েছে। আমরা এ বিষয়ে নিয়মিত খোঁজ খবর রাখছি।’

এমন অবস্থায় বাংলাদেশকে পাশে পাওয়ার আশা করতেই পারে ইংল্যান্ড। কারণ গত বছর গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার পরও বাংলাদেশ সফরে এসেছিলো ইংল্যান্ড ক্রিকেট দল। পুরো এক মাস বাংলাদেশে থেকে গেছে তারা। নিজাম উদ্দিন চৌধুরীও সেটা মনে করিয়ে দিলেন, ‘দুটি বড় বড় ঘটনার পরও কিন্তু ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফর বাতিল করেনি। তারা এসেছিলো।’

ম্যানচেস্টারে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আইসিসিও। তারা এক বিবৃতিতে বলেছে, ‘দুটি টুর্নামেন্টের জন্য দৃঢ় ও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমরা টুর্নামেন্টের দায়িত্ব থাকা নিরাপত্তা কমিটির পরামর্শ অনুসারে ইসিবি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাজ করছি। আগামী কয়েক ঘন্টা ও কয়েক দিনের নিরাপত্তা ব্যবস্থা এবং হামলার আশঙ্কার পর্যায় নিয়ে আমরা সংশ্লিষ্টদের সাথে কাজ করবো। নিরাপত্তার বিষয়টি একেবারে সামনে চলে এসেছে।’

ছবি: সংগৃহীত

সোমবার রাতে ম্যানচেস্টারে একটি কনসার্টে অংশ নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের পপ তারকা আরিয়ানা গ্রান্ডে। কনসার্ট চলাকালীন বোমা হামলা হয়। প্রাথমিকভাবে ইংল্যান্ডের পুলিশ এটাকে আত্মঘাতী হামলা বলে জানিয়েছে। এই বোমা হামলায় ২২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অর্ধ শতাধিক।

সূত্র:শান্ত মাহমুদ/priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/