বিয়ের পাঁচ মাসের মাথায় সংগীতশিল্পী রবি চৌধুরী এক ফুটফুটে কন্যা সন্তানের বাবা হলেন। গত বিশ্ব ভালবাসা দিবস ১৪ফেব্রয়ারি জনপ্রিয় এই সংগীতশিল্পী তৃতীয়বারের মত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
জানা গেছে, গত রোববার নিউইয়র্কের জামাইকা হাসপাতালে স্থানীয় সময় দুপুর ১টার দিকে কন্যা সন্তানের জন্ম দেন তার স্ত্রী রিফাত আরা রামিজা। নবজাতকের নাম রাখা হয়েছে রায়না চৌধুরী রোজা। মা এবং মেয়ে দু’জনেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন রবি চৌধুরী। এর আগে সংগীতশিল্পী ডলি সায়ন্তনী এবং চট্টগ্রামের একটি মেয়ের সঙ্গেও সংসার বেঁধেছিলেন রবি চৌধুরী।
সর্বশেষ গত ১৪ফেব্রয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রিফাত আরা রামিজার সঙ্গে বিয়ের কাজ সম্পন্ন করেন তিনি। রিফাত আরা রামিজা ঢাকা মেডিকেল কলেজের শেষবর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
রাজধানীর মেরুল বাড্ডায় রবির নিজ বাসায় পারিবারিক পরিসরেই বিয়ের এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বাংলাদেশের দু’টি বাংলা দৈনিক পত্রিকায় গত ১৫ ফেব্রুয়ারি রবি চৌধুরীর এই বিয়ের খবর প্রকাশিত হয়। দীর্ঘদিনের প্রেম বাঁচিয়ে রাখতে তাঁরা ভালোবাসা দিবসকে বেছে নিয়েছিলেন বলে তিনি জানিয়েছেন।
– শীর্ষ নিউজ, ডেস্ক।
You must be logged in to post a comment.