এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী বাদীকে জেরা করার সুযোগ রয়েছে, অথচ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে খালেদা জিয়ার আইনজীবীরা বাদীকে জেরা করেছেন বলে অভিযোগ করেছেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল। বৃহস্পতিবার দুপুরে বকশিবাজারে অবস্থিত কারা অধিদফতরের প্যারেড মাঠের বিশেষ আদালতে খালেদা জিয়ার মামলার পরবর্তী তারিখ নির্ধারণের পর তিনি সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
কাজল অভিযোগ করে বলেন, ‘খালেদা জিয়া ও তার ২ ছেলে ট্রাস্টের নামে টাকা আত্মসাত্ করেছেন। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় খালেদা জিয়া ব্যক্তিগত ট্রাস্ট করতে পারেন কিনা প্রশ্ন রাখেন তিনি।’
তিনি জানান, ‘মামলার কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। ৩০ জুলাই মাহমুদুর রহমানের মামলার তারিখ থাকার কারণে ৩ আগস্ট পরবর্তী দিন ধার্য করা হয়েছে।’
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই মামলা করা হয়নি বলেও দাবি করেছেন দুদকের এই আইনজীবী।
– ব্রেকিংনিউজ,ডেস্ক।
You must log in to post a comment.