রামুতে বিপুল উত্সাহ উদ্দীপনায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১৯ আগষ্ট বিকাল ৩টায় রামু উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা শেষে ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। রামু উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি মনছুরুল হক এর সভাপতিত্বে কাউয়ারখোপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি মঞ্জুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবকদল সাধারণ সম্পাদক শাহাজান মিয়া, রামু কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আবুল কাশেম, রামু উপজেলা ছাত্রদলের সভাপতি জহির আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দল সাংগঠনিক সম্পাদক নুরুল কবির, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল সভাপতি মোহাম্মদ ফরিদুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম রানা, রামু উপজেলা স্বেচ্ছাসেবক দলের কৃষি বিষয়ক সম্পাদক আবদুর রহিম। সভায় উপস্থিত ছিলেন, মোহাম্মদ ইউনুছ, মোহাম্মদ ইছহাক, নুরুল আলম, ছৈয়দুল হক, হাবিব উল্লাহ, রুবেল হোসেন, জুহুর আলম, নুরুল আমিন, মৌলানা ইছহাক প্রমূখ। সভাপতির বক্তব্যে মনছুরুল হক বলেন, সারা বাংলাদেশটাই আজ একটি অন্ধকার কারাগারে পরিণত হয়েছে, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে বাংলাদেশে একটি অবৈধ সরকার জোর করে ক্ষমতা দখল করে আছে।
এ সরকার জাতীয়তাবাদী পরিবারের সকল নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে প্রতিনিয়ত হয়রানী করে যাচ্ছে। এই জুলুমবাজ সরকারের অন্যায় অবিচার থেকে দেশকে মুক্ত করতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ডাক পাওয়া মাত্র ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান। সবশেষে কেক কাটার মাধ্যমে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
You must log in to post a comment.