কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৭ জুলাই মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় রামু উপজেলার চাকমারকুল মাদ্রাসা গেইট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী এলাকার মৃত হাফেজ আহাম্মদের পুত্র মোহাম্মদ জাহেদ (২০)। জাহেদ মোটর সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে চাকমারকুল মাদ্রাসা গেইট এলাকায় পৌছলেই পিছন দিক থেকে আসা দ্রুতগামী পিকআপটি মোটর সাইকেল আরোহীকে জাহেদ কে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘটনার পরপরই রামু থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে ঘাতক পিকআপটি দ্রুত পালিয়ে যায় বলে জানা গেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত জাহেদ কক্সবাজার সিটি কলেজে অধ্যায়নরত। তার মৃত্যুতে তার সহপাঠীসহ এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
You must log in to post a comment.