সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / রামুতে বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমায় জাহাজ ভাসা উৎসবে মানুষের ঢল

রামুতে বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমায় জাহাজ ভাসা উৎসবে মানুষের ঢল

H B Pantha 29-10-2015 (news & 3 pic) f1 (3)এইচবি পান্থ, রামু :

কক্সবাজারের রামুর বাঁকখালী নদীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে জাহাজ ভাসা উৎসবে নেমেছিল মানুষের ঢল। বসেছিল সব ধর্মের মানুষের মিলনমেলা। জাহাজ ভাসা উৎসব বৌদ্ধদের মাঝে সীমাবদ্ধ না থেকে পরিণত হয়েছিল বাঙালির প্রাণের উৎসবে।

বৃহষ্পতিবার বাঁকখালী নদীতে রামু কেন্দ্রীয় জাহাজ ভাসা উৎসব উদযাপন পরিষদ এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রামু কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, রামুকে আকর্ষনীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হলে যে কোন মূল্যে সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা হবে।

রামু কেন্দ্রীয় জাহাজ ভাসা উৎসব উদযাপন পরিষদের সভাপতি সুমথ বড়ুয়া সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অর্পন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম, বিশিষ্ট সাংবাদিক জুলফিকার আলী মাণিক, রাজশাহীর- ৩ আসনের সাংসদ আইয়ান উদ্দিন, রামু উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহাস মুন্নি, রামু কেন্দ্রীয় সীমা বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া, রামু থানার ওসি আবদুল মজিদ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, ফতেখাঁরকুলের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদুল আলম, শিল্পী প্রবীর বড়ুয়া, রামু প্রেস ক্লাবের উপদেষ্টা দর্পণ বড়ুয়া, আওয়ামীলীগ নেতা মাষ্টার ফরিদ আহমদ, জেলা যুবলীগ নেতা পলক বড়ুয়া আপ্পু, রামু উপজেলা যুবলীগের সাধারণ নীতিশ বড়ুয়া, দৈনিক কক্সবাজার বার্তার নির্বাহী সম্পাদক দুলাল বড়ুয়া, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানী, রাজারকুলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বপন বড়ুয়া মেম্বার, রামু কেন্দ্রীয় যুব পরিষদের আহবায়ক রজত বড়ুয়া রিকু প্রমুখ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/