Home / প্রচ্ছদ / রামুর চা বাগান এলাকায় সন্ত্রাসী হামলায় সিটি কলেজ ছাত্র গুরুতর আহত

রামুর চা বাগান এলাকায় সন্ত্রাসী হামলায় সিটি কলেজ ছাত্র গুরুতর আহত

shafiq - 01780099800, Cox'sBazar, Bangladesh.

নিজস্ব প্রতিনিধি, রামু :
কক্সবাজারের রামুতে পূর্ব পরিকল্পিত সন্ত্রাসী হামলায় কক্সবাজার সিটি কলেজের এক ছাত্র গুরুত্বর আহত হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টায় চা বাগান জামে মসজিদ সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, ঐদিন রাতে চাবাগান পার্শ্ববর্তী এলাকার ছেহের আলী পুত্র কলেজ ছাত্র রিদুয়ানুল হক স্থানীয় জামে মসজিদ থেকে এশার নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মমতাজ আহাম্মদ এর ছেলে জাগের হোসেন এর নেতৃত্বে আবদুল আজিজ, নিজাম উদ্দিন, শাকিবসহ ৪/৫জন সংঘবদ্ধ হয়ে সন্ত্রাসী হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা কিরিচ, দা, লাটির দিয়ে রিদুয়ানের উপর উপর্যুপরী হামলা চালালে সে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যায়। জানা গেছে বর্বরোচিত হামলায় তার মাথায় গুরুত্বর জখম হয়েছে। ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামু স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রোগীর অবস্থা আশংকা জনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। এঘটনায় মামলা প্রক্রিয়া চলছে বলে জানা যায়।

Share

Leave a Reply

x

Check Also

জালালাবাদ ও রশিদনগরে কোরআন শরীফ বিতরণ ঈদগাঁও ঐক্য পরিবারের

এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারে ...

%d bloggers like this: