Home / প্রচ্ছদ / রামুর জোয়ারিয়ানালায় দোকান ভেঙ্গে মালামাল লুট : আহত ১

রামুর জোয়ারিয়ানালায় দোকান ভেঙ্গে মালামাল লুট : আহত ১

রামুর জোয়ারিয়ানালায় দোকান ভেঙ্গে মালামাল লুট : আহত ১

নিজস্ব প্রতিনিধি, রামু:

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি চা বাগান ষ্টেশনে একটি পাকা দোকান ভেঙ্গে মালামাল লুট করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দোকান মালিক জোয়ারিয়ানালা উত্তর মিঠাছড়ি চৌধুরী পাড়ার মৃত এস্তেফাজুর রহমান চৌধুরীর ছেলে আশিকুর রহমান চৌধুরী বাদি হয়ে গত মঙ্গলবার রামু থানায় লিখিত এজাহার দিয়েছেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, স্থানীয় বাসিন্দা ফরিদ বক্ত বাবুল, সুলতান আহমদের ছেলে রমিজ আহমদ, হাছান আলীর ছেলে সাদ্দাম হোসেন, সুলতান আহমদের ছেলে নুর মোহাম্মদ, আজম উল্লাহর ছেলে ধলাইয়া, মো. জুনুর ছেলে সাদ্দাম, আবদুল আলিমের ছেলে মো. ইসমাইলের নেতৃত্বে ১০/১২ জনের একদল দুর্বৃত্ত পৈত্রিক সূত্রে পাওয়া দোকান ঘরে হামলা, লুটপাট ও ভাংচুর চালায়।

হামলাকারিরা হাতুড়ি, হামার লোহার খুন্তি সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে দোকানের কাঠের দরজা ও তালা এবং পাকা দেয়াল সম্পূর্ণভাবে ভেঙ্গে ফেলে। ভাংচুর করার পর দোকানের ভেতরে থাকা ৪ টন লোহার রড, ৮০ বস্তা সিমেন্ট, ছাউনির টিন লুট করে নিয়ে যায়।

লুটপাট চলাকালে ঘটনাস্থলে আসেন দোকান মালিক আশিকুর রহমান চৌধুরী। এসময় হামলাকারিরা তাকে লাঠি-সোটা দিয়ে মারধর করে। মারধরে আহত দোকান মালিক আশিকুর রহমান চৌধুরী জানান, এতে তার ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Share

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

%d bloggers like this: