Home / প্রচ্ছদ / রামু উদীচীর সভাপতি পরিতোষ চক্রবর্তী বাবুল আর নেই

রামু উদীচীর সভাপতি পরিতোষ চক্রবর্তী বাবুল আর নেই

15-7-2015 - Kasem - Ramuনিজস্ব প্রতিনিধি, রাম:
কক্সবাজারের রামু উপজেলা উদীচী’র সভাপতি, প্রাক্তন প্রধান শিক্ষক পরিতোষ চক্রবর্তী বাবুল আর নেই। মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি কক্সবাজার জেনারেল হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সর্বজন শ্রদ্ধেয় প্রাক্তন প্রধান শিক্ষক পরিতোষ চক্রবর্তী বাবুল রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের তেমুহনী হাজারীকুল গ্রামের প্রয়াত ডাঃ ধীরেন্দ্র লাল চক্রবর্তীর ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল সাতষট্টি বছর। তিনি ১ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (১৫ জুলাই) বিকেলে রামু হিন্দু কেন্দ্রীয় মহাশ্মশানে প্রয়াত পরিতোষ চক্রবর্তী বাবুলকে সমাহিত করা হবে বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে।
পরিতোষ চক্রবর্তী বাবুল মৃত্যুর আগ পর্যন্ত রামু উদীচী, মানবাধিকার কমিশনের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি নানা সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ডে নিয়োজিত ছিলেন। তাঁর মুত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

Share

Leave a Reply

x

Check Also

জালালাবাদ ও রশিদনগরে কোরআন শরীফ বিতরণ ঈদগাঁও ঐক্য পরিবারের

এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারে ...

%d bloggers like this: