এইচএসসি পরীক্ষায় রামু কলেজ অন্যান্য বছরের মতো এবারও সাফল্য ধরে রেখেছে। ব্যবসায় ব্যবস্থাপনা শাখায় ৯৭শতাংশ পাশসহ ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এ বছর রামু কলেজ থেকে মোট ৫৫৪ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। ততমধ্যে পাশ করেছে ৩৩১ জন শিক্ষার্থী। এর মধ্যে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে সাধারণ শাখায় ৪৫৬ জনের মধ্যে ২৩৬ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগে ৯৮ জনের মধ্যে ৯৫ জন পাশ করেছে। পাশের হার দাঁড়িয়েছে ৬০ শতাংশ। কারিগরি বোর্ডের অধীনে ব্যবসায় ব্যবস্থাপনা শাখায় জিপিএ ৫ প্রাপ্ত ৩ শিক্ষার্থীদের মধ্যে রয়েছে আসমাউল হুসনা, ছাদিয়া বাহাদুর সুইটি ও আজমিরা আকতার।
রামু কলেজের প্রকাশিত ফলাফল নিয়ে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হক বলেন, রামু কলেজের এ অর্জন বিগত বছরের অব্যাহত সাফল্যের প্রতিফলন। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীদের প্রচেষ্টা এবং কলেজের নিজস্ব পাঠদান পদ্ধতি বাস্তবায়নে এই ফল অর্জিত হয়েছে। আমাদের বিশ্বাস, আগামীতেও রামু কলেজ আরও ভালো ফল অর্জন করবে।
You must be logged in to post a comment.