মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা
“স্বাক্ষরতা আর দক্ষতা, টেকসই সমাজের মূলকথা’’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৮ সেপ্টেম্বর বেলা ১০ ঘটিকায় লামায় পালিত হল আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস। দিবসের আয়োজনের মধ্যে ছিল র্যালী ও আলোচনা সভা।
র্যালীটি উপজেলা পরিষদের সামনে হতে শুরু হয়ে লামা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে এসে শেষ হয়। র্যালীত্তোর আলোচনা সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ। অতিথি হিসেবে আরো ছিলেন, সহকারী ভূমি কশিশনার মোঃ জাহিদ আকতার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার যতীন্দ্র কুমার মন্ডল, সমাজসেবা কর্মকর্তা শাহী নেওয়াজ সহ প্রমূখ।
সভাপতির বক্তব্য প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ বলেন, যে জাতি যত শিক্ষিত তারা তত উন্নত। জাতির জনকের স্বপ্নে পূরণে ও ডিজিটাল সোনার বাংলা বিনির্মাণে শিক্ষায় হবে একমাত্র হাতিয়ার
You must be logged in to post a comment.