সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / লামায় নিখোঁজের ৩দিন পর নদীতে ভেসে উঠল শিশুর লাশ

লামায় নিখোঁজের ৩দিন পর নদীতে ভেসে উঠল শিশুর লাশ

Water 002মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :

লামায় মাতামুহুরীর নদীতে নিখোঁজ সাকিলের লাশ ৩দিন পর ভেসে উঠলে, স্থানীয়দের সংবাদে লাশ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার সকালে মাতামুহুরী নদীর কুড়ালিয়ারটেক ঘাট থেকে এ মৃতদেহ উদ্ধার করে।

গত শনিবার সকালে লামা মাতামুহুরী নদীর দরদরী নয়াপাড়া ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হয় সাকিল (১১)। নিখোঁজ হওয়ার পর থেকে লামা ফায়ার সার্ভিস, স্থানীয় ডুবুরিরা দফায় দফায় তল্লাসি চালালেও সাকিলকে উদ্ধার করা সম্ভব হয়নি।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম জানান, শনিবার সকাল ১১টার দিকে মাতামুহুরী নদীতে ডুব সাঁতার কাটার সময় শিশু সাকিল নিখোঁজ হয়। তিন দিন পর মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নদীর কুড়ালিয়ার টেক এলাকায় সাকিলের মৃতদেহ ভেসে ওঠে। মৃতদেহ উদ্ধার করে স্বজনদের নিকট হস্তান্তর করে পুলিশ। সাকিল উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের উত্তর দরদরী নয়াপাড়ার বাবুল মিয়ার ছেলে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/