মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :
বান্দরবানের লামায় ৯ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় বজ্রপাতে ৩জন আহত হয়েছে। আহতরা হলেন মোঃ হানিফ (৩০) পিতা- মোঃ রহিম, মোঃ নাছির (২০) পিতা- মোঃ নুরু মিয়া গ্রাম- মেওলারচর, সদর ইউনিয়ন, লামা, বান্দরবান ও মোঃ আব্দু রহিম (৩০) পিতা- মৃত গুরা মিয়া গ্রাম পুকুরিয়া খোলা বমু বিলছড়ি চকরিয়া কক্সবাজার।
সূত্রে জানা যায়, মেওলারচর এলাকার মোঃ হানিফ ও মোঃ নাছির বাড়ি সংলগ্ন পাহাড়ে সন্ধ্যায় গরু আনতে গেলে হঠাৎ ঝড়োহাওয়া সাথে বিদ্যুৎ চমকালে বজ্রপাতের আঘাতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তাদের বাড়ি ফিরতে বিলম্ব দেখে বাড়ির লোকজন খুঁজতে আসলে মাটিতে পড়ে থাকা দুজনকে দ্রুত উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
অপরদিকে পুকুরিয়া খোলার মোঃ আব্দু রহিম লামা বাজার থেকে বাড়িতে ফেরার সময় পথে বজ্রপাতের আঘাতের স্বীকার হয়। আহত সবাই লামা হাসপাতালে চিকিৎসাধীন আছে।
লামা হাসপাতালের দায়িত্বরত ডাক্তার আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শফিকুর রহমান মজুমদার জানান, আহতদের চিকিৎসা চলছে। তবে তাদের অবস্থা আশংকাজনক।
You must log in to post a comment.