সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / লামায় বৌদ্ধ মুর্তি ভাঙ্গা মামলার প্রধান আসামীর জামিন

লামায় বৌদ্ধ মুর্তি ভাঙ্গা মামলার প্রধান আসামীর জামিন

court-5

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

বান্দরবানের লামায় রাজাপাড়া বিল বৌদ্ধ বিহারের মুর্তি ভাংচুর ও চুরির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামীকে জামিন প্রদান করেছে লামা জুডিসিয়াল আদালত। ২৫ অক্টোবর মঙ্গলবার স্বশরীরে হাজির হয়ে লামা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করে মামলার প্রধান আসামী ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার।

জুডিসিয়াল আদালতে জাকের হোসেন মজুমদারের পক্ষে জামিনের আবেদন ও শুনানী করেন তার আইনজীবী নুরুল আবচার আজাদ ও মো. জাফর আলম। লামা কোর্টের জি.আর মামলা নং ৮৭। এই পর্যন্ত মামলার ৯জন আসামীর মধ্যে ৪জনের জামিন মঞ্জুর করেছে আদালত।

গত ২ অক্টোবর রোববার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ফাঁসিয়াখালী ইউনিয়নের বনফুর বাজারস্থ রাজাপাড়া বিল বৌদ্ধ বিহারের জায়গায় অনাধিকার প্রবেশ করে বৌদ্ধ মুর্তি ভাংচুর ও চুরির ঘটনায় ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার সহ ৯জনকে আসামী করে ৫ অক্টোবর লামা থানায় মামলা করে বৌদ্ধ বিহারের সভাপতি মং থোয়াইচিং মার্মা।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে ১ জনকে কুপিয়ে খুন, আহত ৭

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/