সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / লামায় শিশু যৌন নিপিড়নের ঘটনায় হোস্টেল সুপার জেলে

লামায় শিশু যৌন নিপিড়নের ঘটনায় হোস্টেল সুপার জেলে

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
পার্বত্য জেলা বান্দরবানের লামায় ৬ বছরের এক ম্রো শিশুকে যৌন নিপিড়নের ঘটনায় শৈলেন্দু বড়ুয়া (৪৫) নামে এক ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে ভিকটিম ও আসামীকে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হলে আদালত ভিকটিমের ২২ ধারায় জবানবন্দি নেয় এবং আসামীকে জেল হাজতে প্রেরণ করেন।

আটক শৈলেন্দু বড়ুয়া পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড মিশন পাড়ার খেমাখেজুর বড়ুয়ার ছেলে এবং লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড “লুলাইং হেডম্যান পাড়া এ্যাডভান্টিজ হোস্টেল” সুপার।

যৌন নিপিড়নের ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে বুধবার লামা থানায় মামলা নং ১১ দায়ের করেন। থানা মামলাটি আমলে নিয়ে বৃহস্পতিবার লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে আদালত জিআর মামলা ১৫৮/২২ মূলে আমলে নেয়।

এজাহার সূত্রে জানা যায়, ম্রো শিশুটি উপজেলার গজালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড লুলাইং হেডম্যান পাড়া এ্যাডভান্টিজ হোস্টেলে থেকে লেখাপড়া করত। আসামী উক্ত হোস্টেলের পরিচালক ও সুপার। গত ৩ নভেম্বর রাতে ভিকটিম হোস্টেলে ঘুমানোর পর আসামী উলঙ্গ হয়ে রাত ১১টায় তার বিছানায় আসে ও মেয়ের গোপন অঙ্গে হাত দেয়। এক পর্যায়ে মেয়ের ঘুম ভেঙ্গে যায়। এসময় মেয়েটির চিৎকার দিলে অন্যান্য শিশুরা এগিয়ে আসলে সে সরে যায়। গত ৭ নভেম্বর ভিকটিমের বাবা হোস্টেলে গেলে মেয়েটি কান্না করে বাবার সাথে চলে আসে এবং মাকে বিষয়টি বলে।

এদিকে শৈলেন্দু বড়ুয়ার স্ত্রী মিরা বড়ুয়া বলেন, ২০০২ সালে তার স্বামী হোস্টেলটি শুরু করেন। ২০১৪ সাল থেকে আবাসিক ভাবে হোস্টেল কার্যক্রম শুরু করেন। এই পশাৎপদ পিছিয়ে পড়া শিশুদের লেখাপড়ার দায়িত্ব নেয়। শৈলান্দু বড়ুয়া ২৫ একর জায়গার উপর হোস্টেল, বাগান ও মৎস্য খামার করেন। তাকে সরিয়ে দিতে পারলে এই বিশাল সম্পদ কিছু লোক দখলে নিতে পারবে বলে এই ষড়যন্ত্র করে। তার স্বামী ষড়যন্ত্রের শিকার।

Share

Advertisement

x

Check Also

ঈদগাঁওতে বর্ণাঢ্য আয়োজনে কবি মুহম্মদ নুরুল হুদার জন্মবার্ষিকী উপলক্ষে হুদা মেলা

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ...

%d bloggers like this: