মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা
পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে লামা টাউন হলে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা। উন্নয়ন মেলার উদ্বোধন করেন লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ। ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনের মেলায় স্টল নিয়ে সরকারী বে-সরকারী বিভিন্ন অধিদপ্তর, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, এনজিও এবং ব্যাংক সমূহ অংশগ্রহণ করে।
উন্নয়ন মেলার বিশেষ আকর্ষণ হিসেবে এক বিশাল র্যালী লামা টাউন হল থেকে শুরু হয়ে লামা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় টাউন হলে আলোচনা সভায় মিলিত হয়।
তিন দিনের উন্নয়ন মেলায় সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদ আকতার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহী নেওয়াজ, লামা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তৈয়ব আলী, পল্লী সঞ্চয় ব্যাংক লামা সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মাহাবুবুর রহমান সহ প্রমূখ।
সভাপতির বক্তব্যে লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ বলেন, বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ১লক্ষ ১০ হাজার টাকা, দারিদ্র সীমার নিচে বসবাসকারী লোকসংখ্যা ২০ শতাংশ, মানুষের গড় আয়ুষ্কাল ৬৫.৮ বছর, শিশু মৃত্যু হার ৩০.৭ (প্রতি হাজারে), মাতৃমৃত্যু হার ১.৭০ (প্রতি হাজারে), রপ্তানি ৩হাজার ২শত কোটি মার্কিন ডলার, বৈদেশিক রেমিটেন্স ১হাজার ২শত ৮০ কোটি মার্কিন ডলার, বৈদেশিক মুদ্রা মওজুদ ২৪ হাজার ১শত ৪০ কোটি মার্কিন ডলার, বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার ৫শত মেগাওয়াট, খাদ্য উৎপাদন ৩৮৩ লক্ষ মেঃ টন, মুক্তিযোদ্ধা মাসিক ভাতা ৮হাজার টাকা। যার উপর ভর করে দেশ ২০২১সালের মধ্যে মধ্যম আয়ের দেশের দিকে এগিয়ে যাচ্ছে। ১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে প্রথম ক্ষুদ্র ঋণের কার্যক্রম শুরু করেন। অপরদিকে যে ৮টি বিশেষ উদ্যোগের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ গড়তে ইতোমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছেন তা হল, একটি বাড়ি একটি খামার, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক এবং মানসিক স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচী। উক্ত সফল বাস্তবায়িত কর্মসূচীর মাধ্যমে দেশের সকল জনগোষ্ঠী ইতোমধ্যে সুবিধা ভোগ করছে।
You must be logged in to post a comment.