মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :
রবিবার লামা উপজেলা ও পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে উপজেলা বিএনপি’র পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
হিমাগার থেকে বেড়িয়ে এসে দীর্ঘদিন পরে সম্মেলনের আয়োজন করায় সকলস্তরের নেতা কর্মীদের মাঝে উৎসাহ ও উদ্দিপনা দেখা গেছে। দলের নতুন নেতৃত্ব নিয়ে আশাবাদী তৃণমূল পর্যায়ের কর্মীরা।
এদিকে আগের নেতৃত্ব বজায় রেখে দলের কার্যক্রম গতিশীল করতে চায় উপজেলার শীর্ষ নেতারা।
উপজেলা বিএনপি’র বরাত দিয়ে জানা যায়, রবিবার পৌরসভার ৯নং ওয়ার্ড শিলেরতুয়াস্থ লামা ফিসারী কমপ্লেক্সে সকাল ১০ ঘটিকায় উপজেলা শাখার ও বেলা ৩টায় পৌর বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বান্দরবান জেলা বিএনপি’র সভাপতি সাচিং প্রু জেরী। আরো উপস্থিত থাকবেন বিএনপি বান্দরবান জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওসমান গনি, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সহ প্রমূখ।
সম্মেলন সফল ও স্বার্থক করতে লামা উপজেলা বিএনপি’র সভাপতি ও লামা পৌরসভা মেয়র আমির হোসেন সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।
You must be logged in to post a comment.