শহরের আইবিপি মাঠে যুবকের সর্বস্ব ছিনতাই হয়েছে। ২৪ আগস্ট বিকাল ৪টার দিকে এ ছিনতাই এর ঘটনা ঘটে। ছিনতাই এর শিকার যুবক নূরুল ইসলামের (২৫) বাড়ি চৌফলদন্ডীতে। সে হোটেল মোটেল জোনের সী হোম কটেজের রুম বয়।
নুরুল ইসলাম জানায়, বাড়ি থেকে এসে আইবিপি মাঠে পৌঁছার পর কয়েজকন ছিনতাইকারী অতর্কিতভাবে মারধর করে এবং মোবাইল ও পকেটে থাকা ৪ হাজার টাকা নিয়ে যায়।
পাশে পুলিশ থাকলেও সাহায্যে এগিয়ে আসেনি বলে জানায় ছিনতাই এর শিকার যুবক।
You must be logged in to post a comment.