কক্সবাজার শহরের পশ্চিম এসএম পাড়া সিকদার পাড়া রোডের রুস্তম আলীর বাড়ী হতে পশ্চিম বড়–য়া পাড়া বৌদ্ধ বিহার পর্যন্ত সড়কটি জনসাধারণের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। জরুরী ভিত্তিতে ওই রাস্তাটি মেরামত করার দাবী জানিয়েছেন তারা।
জানা যায়, কক্সবাজার পৌরসভার ৫ ও ৬নং ওয়ার্ডের সীমানা এলাকায় হওয়া দীর্ঘদিন যাবৎ ওই সড়কটি বিনা সংস্কারে পড়ে ছিল। এরই মধ্যে পর পর দুইবার ভয়াবহ বন্যার কারণে ওই ভাঙ্গাচোরা রাস্তাটি একেবারে বিলীন হয়ে যায়। ফলে ওই এলাকার ৫/৬ হাজার জনসাধারণের দৈনন্দিন চলাচল সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি।
আরও জানা যায়, ওই এলাকাটি ঘনবসতিপূর্ণ ও ৫/৬ হাজার বাসিন্দা ওই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করতে গিয়ে শিকার হচ্ছে চরম দুর্ভোগে। বর্তমানে ওই রাস্তা দিয়ে যান চলাচল তো দুরের কথা পায়ে হেটে চলাচল করাও দুসাধ্য হয়ে পড়েছে।
এমনকি ওই এলাকার কোমলমতি ছাত্র-ছাত্রীদের যাতায়ত কিংবা মরদেহ সহ অসুস্থ রোগীদের আনা নেওয়া অসম্ভব হয়ে পড়েছে।
এছাড়া উক্ত এলাকায় পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না থাকায় বর্ষাকালে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনসাধারণকে পানি বন্দি হয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।
এলাকার জনসাধারণ জানান, জরুরী ভিত্তিতে উলেখিত চলাচলের রাস্তা মেরামতের জন্য এলাকার শতাধিক সচেতন নাগরিকের স্বাক্ষর সম্বলিত আবেদন পত্র গতকাল পৌর মেয়র বরাবরে দাখিল করা হয়েছে।
এ অবস্থায় উক্ত সড়ক জরুরী ভিত্তিতে মেরামত করে চলাচলের উপযুগি করার জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানিয়েছেন।
You must be logged in to post a comment.