শহরে নালা দখলের তালিকায় ১২৯ জন : জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানে পদক্ষেপ নেয়া হবে – জেলা প্রশাসক

Dipuনিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার শহরে নালা দখলের তালিকায় ১২৯ জনের নাম এসেছে। বাঁকখালী নদীর মুখ দখল করে বসতবাড়ি ও ঘের নির্মাণকারীদের নাম এসেছে তালিকায়। জলাবদ্ধতা নিরসনে ১১ দফা সুপারিশসহ অবৈধ দখলদারের তালিকা জেলা প্রশাসককে হস্তান্তর করেছেন শহরের জলাবদ্ধতা নিরসন উপ-কমিটি। এ সময় জেলা প্রশাসক মোঃ আলী হোসেন বলেন, জলাবদ্ধতা থেকে বাঁচতে হলে পৌরবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। পৌরবাসীদের মধ্যে যাদের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে। তারা নিজেরা পৌরবাসীর স্বার্থে নালার জায়গা ছেড়ে দিলে পৌরবাসী রেহায় পাবে। যে তালিকা প্রণয়ন তা একটি ডকুমেন্ট সৃষ্টি হয়েছে। আগামী ১৫ আগস্টের পরে সভা আহবান করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের লক্ষে পদক্ষেপ নেয়া প্রয়োজন। তালিকা হস্তান্তরকালে উপস্থিত ছিলেন কক্সবাজার শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে গঠিত কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষক ও আইসিটি) এস.এম.শাহ হাবিবুর রহমান হাকিম, কমিটির সদস্য সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, মুহাম্মদ আলী জিন্নাত, কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক দীপক শর্মা দীপু, পৌর কাউন্সিলর ছালামত উল্লাহ বাবুল, সার্ভেয়ার মোহাম্মদ সোহেল মিয়াজি, পৌরসভার সার্ভেয়ার রিজুয়ান উদ্দিন। উক্ত তালিকায় শহরে বৃষ্টির পানির জলাবদ্ধতার ৮টি কারণ উল্লেখ করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

জালালাবাদ ও রশিদনগরে কোরআন শরীফ বিতরণ ঈদগাঁও ঐক্য পরিবারের

এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার জালালাবাদ ও রশিদনগরে ...

%d bloggers like this: