নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার শহরের লালদিঘির পাড়স্থ পরিবহন সংস্থা এস.আলম সার্ভিস কাউন্টারের পিছন থেকে এক হিজড়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১১টার দিকে কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাইন উদ্দীনের নেতৃত্বে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত হিজড়ার বয়স হবে আনুমানিক ১৮ থেকে ২০ বছর।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ২টার থেকে লাশটি সেখানে পড়ে ছিল।
উপ-পরিদর্শক (এসআই) মাইন উদ্দীন জানান, লাশটি কোমর থেকে পা পর্যন্ত বস্তায় মোড়ানো ছিল। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
কক্সবাজার মডেল থানার ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দীন জানান, লাশটি শহরের একজন পরিচিত হিজড়া। শহরের আদালত পাড়ায় তার বিচরণ ছিল। ময়না তদন্তের মাধ্যমে লাশটি দাফনের ব্যবস্থা করা হয়েছে।
You must be logged in to post a comment.