বাংলাদেশ বিমান বাহিনীর ১১০ সদস্যের একটি কন্টিনজেন্ট হাইতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন।
বাংলাদেশ বিমান বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষায় পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের দ্বীপরাষ্ট্র হাইতিতে প্রথমবারের মত ব্যানএয়ার কন্টিনজেন্ট (MINUSTAH) নিয়োগ করতে যাচ্ছে।
হাইতিতে যাওয়া সদস্যদের জন্য বুধবার বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাশারে এক দিক নির্দেশনামূলক সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল আবু এসরার।
শান্তিরক্ষা মিশনে বিমান বাহিনী থেকে চার হাজারেরও বেশি সদস্য দায়িত্ব পালন করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘১৯৯৩ সাল থেকে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন শুরু করে এ কয়েক বছরে চার হাজার ছয়শ’ জন দায়িত্ব পালন করেছেন। এখনও পাঁচশ’ জন বিভিন্ন দেশে দায়িত্ব পালন করছেন।’
হাইতিতে যারা যাচ্ছেন তারা একা নন উল্লেখ করে বিমান বাহিনীর প্রধান বলেন, ‘নতুন করে যারা হাইতিতে যাচ্ছেন তারা একা নন, তাদের সঙ্গে পুরো বাংলাদেশ যাচ্ছে।’
এ সময় সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী ও দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান তিনি।
– গ্লোববিডিডটকম,ডেস্ক।
You must be logged in to post a comment.