নিজস্ব প্রতিনিধি, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করছে পুলিশ। ২৮ আগস্ট শুক্রবার সকালে শাহপরীরদ্বীপ জালিয়া পাড়া স্লুইচ গেইট এর পাশে জোয়ারে সময় লাশটি বেড়িবাঁধে ভেসে এসে পাথরে আটকা পড়ে।
পরে লাশটি স্থানীয় জেলেদের চোখে পড়লে বিষয়টি স্থানীয় বিজিবি ও থানায় অবগত করা হয়। অজ্ঞাত লাশের গায়ে লাল রঙের হাফ প্যান্ট এবং গেঞ্জি রয়েছে।
এদিকে লাশের সংবাদ পেয়ে দুপুরে থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়ার নেতৃত্বে একদল পুলিশ শাহপরীরদ্বীপ ঘটনাস্থলে উপস্থিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি আব্দুস সালামসহ অনেক লোকজন উপস্থিত হলেও গলিত লাশ হওয়ায় পরিচয় পাওয়া যায়নি।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় সেখানে দাপন করা হয়েছে বলে জানা গেছে।
You must log in to post a comment.