বার্তা পরিবশক : নতুন বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফির ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে ‘শিক্ষা আমাদের মৌলিক অধিকার, কোনো পণ্য নয়। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শুধু বড়লোকের সন্তানই নয়, আমার মতো অনেক মধ্যবিত্তের সন্তানও পড়ে। এমনিতেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা চালাতে আমাদের অভিভাবকদের অনেক টাকা খরচ হয়। এর পরে আমার বাবার ওপর সাড়ে সাত শতাংশ ভ্যাট চাপিয়ে দেওয়া যাবে না। আমার বাবা কোনো এটিএম বুথ নন। তিনি সাড়ে সাত কেন, এক শতাংশ ভ্যাটও দেবেন না।’
কক্সবাজার কলাতলা মোড়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনভির্সিটির সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে করা মানববন্ধনে ৮ জুলাই বুধবার দুপুর সাড়ে ১২ টায় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীর এসব কথা বলেন। ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা অধিকার আন্দোলন’ (বেবিশিআ) এ মানববন্ধনের আয়োজন করে।
সরকারের উদ্দেশে শিক্ষার্থী পাভেল বলেন, ‘আমাদের ভবিষ্যৎ আমাদের গড়তে দিন। আমাদের অভিভাবক আর আমাদের দিকে তাকিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহার করে নিন।’
এলএলবি’র শিক্ষার্থী নাছির বলেন- ‘শখ করে কেউ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে না’।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোর অবস্থা অত্যন্ত নাজুক। তাই প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী বাধ্য হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে। এ জন্য তাদের সঙ্গে যা খুশি তাই করা চলবে না।’
একই ইউনিভার্সিটির শিক্ষার্থী শম্পা বলেন, ‘লাখ শিক্ষার্থীর কথা বিবেচনা করে সরকার সঠিক পথে ফিরে আসবেন বলেই আমরা বিশ্বাস করি।’
মানববন্ধনে অংশ গ্রহণ করেন- উক্ত ভার্সিটির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেমিস্টারের ফজলে রাব্বি, রিফাত, সাগর প্রমুখসহ আরো শতাধিক ছাত্র-ছাত্রী।
You must be logged in to post a comment.