সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ভারতে আশ্রয় পেতে সংখ্যালঘুদের পাসপোর্ট লাগবে না

ভারতে আশ্রয় পেতে সংখ্যালঘুদের পাসপোর্ট লাগবে না

Flag- India & Passportবাংলাদেশ এবং পাকিস্তানের সংখ্যালঘু নাগরিকরা ভারতে শরণার্থী হিসাবে থাকতে পারবেন। তাদের কাছে ভারতে যাওয়ার বৈধ কাগজ না থাকলেও থাকার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। ২০১৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে যারা এসেছেন তাদের কোনোরকম কাগজপত্র ছাড়াই আশ্রয় দেবে ভারত।

মঙ্গলবার লোকসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কিরণ রিজিজু এক প্রশ্নের জবাবে একথা জানান। তিনি বলেন, সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ওই দুই দেশের সংখ্যালঘু নাগরিক মূলত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের এদেশের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে। তাদের কাছে পাসপোর্ট-সহ যাবতীয় বৈধ কাগজপত্র না থাকলেও আশ্রয়ের ক্ষেত্রে কোনো বাধা হবে না বলে জানিয়েছেন রিজিজু ।

তিনি জানান, বাংলাদেশ থেকে আসা অভিবাসীরা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারেন-ভারতীয় নাগরিকত্ব আইন ১৯৫৫ অনুযায়ী।

বাংলাদেশে থাকা ভারতীয় ছিটমহলের অধিবাসীরা ইতিমধ্যেই ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। একই সঙ্গে ভারতে থাকা বাংলাদেশী ছিটমহলের ১৪ হাজার ৮৬৪ জন নাগরিককেও ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে।

-বাংলাদেশবাণীডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/